আজ শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

মিরসরাইয়ে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০৯:১০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) উপজেলার ইছাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছারের উদ্যোগে এবং প্রগতি এন্টারপ্রাইজের সৌজন্যে শীতার্তদের মাঝে ৪০০ কম্বল বিতরণ করা হয়।

উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রগতি এন্টারপ্রাইজের উপদেষ্টা নাছির উদ্দীন কন্ট্রাক্টরের সভাপতিত্বে ও আবু শাহাদাত সায়েমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি এন্টারপ্রাইজের উপদেষ্টা আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, নাছির উদ্দিন, মকসুদ আহমেদ লেদু প্রমুখ৷ 

 

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে নিজ ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ইউনিয়নের বিভিন্ন গ্রামে কম্বল বিতরণ করা হবে।