আজ শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
সাতকানিয়ায় পাইথন প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মিল্টন

'স্মার্ট বাংলাদেশ গড়তে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে হবে '

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : বুধবার ১৭ জানুয়ারী ২০২৪ ০৮:৫১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইউএনও মিল্টন বিশ্বাস বলেছেন ,স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। স্মার্ট শিক্ষার্থী হিসেবে সকলকে ডিজিটাল শিক্ষায় দক্ষ, অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন হতে হবে। যারা আগামীতে উন্নত দেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।  ইউএনও গতকাল বুধবার সকালে শেখ  রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প ২য় পর্যায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর বাস্তবায়নে সাতকানিয়া মডেল হাই স্কুল, স্কুল অব ফিউচার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পাইথন প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। স্কুল প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো.ওসমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো.শফিকুল ইসলাম, সাইদুর রহমান দুলাল, মো. নুরুন্নবী, প্রজেক্ট কো—অর্ডিনেটর (পাইথন প্রোগ্রাম) মো: সাদিক আহমদ ও প্রশিক্ষক আব্দুল্লাহ আল ইয়ামিন প্রমুখ। উল্লেখ্য যে, এই প্রশিক্ষণে ৯০ জন শিক্ষার্থীকে পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ প্রদান করা হবে।