আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

সীতাকুন্ডে ১৩ স্থানে বসবে অস্থায়ী কোরবানির হাট

নাছির উদ্দিন শিবলু, সীতাকুন্ড : | প্রকাশের সময় : সোমবার ১০ জুন ২০২৪ ০৯:২২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

জিলহজ্ব মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে চলছে তোঁড়জোঁড়। প্রতি বছরের নেয় এ বছরও পশু ক্রয়-বিক্রয়ে ক্রেতা-বিক্রেতাদের তৎপরতা শুরু হয়েছে। তাই পশুর চাহিদা পূরনে পশু আমদানি অব্যহত রেখেছে ব্যবসায়ীরা। আর আমদানিকৃত পশু বিক্রয়ে অস্থায়ী হাট-বাজার বসায় প্রশাসন। এবারে পশু ক্রয়-বিক্রয়ে ১২টি নির্ধারীত হয়েছে। যেসব স্থানে পশু ক্রয়-বিক্রয় হবে তা হল- বাড়বকুন্ড স্কুল মাঠ হাট, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠ, শেখের হাট,ভূইয়ার হাট,দারগার হাট,মদন হাট,ভাটিয়ারী উত্তর বাজার, মাদাম বিবির হাট ও ফৌজদার সলিমপুর সিডিএ এলাকা। এছাড়া পৌরসভার অধীনে বসবে রেলওয়ে ঢেবার পাড় ও ফকিরহাট।

এদিকে, প্রশাসনিক নিষেধ থাকা সত্তে¡ বিভিন্ন স্থানে মজুদ করে পশু ক্রয়-বিক্রয় চলতে থাকে। এতে রাস্তার পাশে ও এলাকা ভিত্তিক পশু ক্রয়-বিক্রয়ের ফলে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়ে ইজারাদাররা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম বলেন,‘ যততত্র হাট বসিয়ে পশু বিক্রয়ের সুযোগ নেই। যে বা যারা এ কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।