আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

সীতাকুন্ডে ধর্মীয় অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিল অব্যাহত

নিজস্ব প্রতিবেদক,সীতাকুন্ডঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ জুন ২০২২ ০৩:১৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে গত কয়েক দিন ধরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদে মিছিল অব্যাহত। বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে পৌর সদরে মিছিল করেছে ছাদেক মস্তান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিছিল করেছে। ইতিপূর্বে মিছিল করেছে পন্তিছিলা উচ্চ মাদ্রাসা ও টেশনিক্যাল কলেজের শিক্ষার্থীরা। প্রায় কয়েক শিক্ষার্থীর সমন্বয়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে কে বা কারা শিক্ষার্থীদের মিছিলে সমবেত করছে তা জানে না শিক্ষক ও অভিবাবকরা। তবে শিক্ষার্থীরা বলেন,‘ ধর্ম নিয়ে কে অবমাননা করায় মুসলমান হিসেবে প্রতিবাদ করা নৈতিক দায়ীত্ব। তাই সকল বাঁধা উপেক্ষা করে মিছিল করছি।

শিক্ষকরা বলেন,‘ মিছিলের বিষয়ে কিছুই জানা নেই। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে মিছিলে সমবেত হচ্ছে বলে জানান তারা। আর এভাবে শিক্ষক ও অভিবাবকদের অগোচরে শিক্ষার্থীরা মিছিলে অংশ নিলেও সবাই রয়েছে নিরবতা।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন,‘ লেখা পড়া বাদ দিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ করার কোনো নিয়ম নেই। প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষার্থীরা কিভাবে মাঠে নামছে খোজ খবর নিয়ে হবে বলে জানান তিনি।

 

নাছির উদ্দিন শিবলু ০১৭৫৯৯২৯৯০৫