সীতাকুন্ডে চাকুরি ক্ষেত্রে কৌটা বাতিলের দাবীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে ইসলামী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১০টায় সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে। ক্লাশ বর্জন করে মিছিলে মিছিলে শত শত শিক্ষার্থী আন্দোলনে অংশ নেয়। এ সময় সড়ক পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে কষ্ট পড়তে হয় বলে জানান যাত্রীরা। তারা বলেন,‘ শিক্ষার্থীরা অধিকার আদায়ে আন্দোলনে নেমেছে। কৌটার কারনে চাকুরীর পদগুলো মেধাহীন হয়ে পড়ছে। এ অবস্থায় মেধাশূন্য ব্যাক্তি পদে বসে দুর্ণীতির আশ্রয় নিচ্ছে।
সকল প্রকার বাঁধা উপেক্ষা করে দুপুর পর্যন্ত আন্দোলন চালতে থাকে। সড়ক পথে আগুন চালিয়ে বিক্ষোভ পদর্শন করে আন্দোলনকারীরা। এছাড়া বসে শুয়ে মিছিলে মিছিলে অবরোধ রাখে রেলপথ। রেলপথ অবরোধে থাকায় চট্টগ্রাম রেল স্টেশন হতে কোনো রেল ছাড়া হয়নি। তবে অপ্রীতিকর ঘটনা ছাড়া দুপুর ১টায় শিক্ষার্থীরা আন্দোলন হতে সরে দাঁড়ালে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে বলে জানান মডেল থানা ইনচার্জ মো. কামাল উদ্দিন।