আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

সীতাকুন্ড মোবাইল কোটের অভি্যানে ৫০০০ মিটারের ২ টি চরঘেরা জাল ও ৬ টি নেট বেহুন্দী জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড: | প্রকাশের সময় : সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ ০৭:৩১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী  মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল,চরঘেরা জাল,কারেন্ট জাল,বেড় জাল, খুটিঁ জাল এবং অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে "বিশেষ কম্বিং অপারেশন -২০২৫ এর ১ম ধাপে অভি্যান পরিচালিত হয়। উক্ত অভি্যানে সলিমপুর ঘাটে সকাল ৭.০০ ঘটিকা  থেকে বিকাল ৩.০০ ঘটিকা  পর্যন্ত   অভিযান পরিচালনা চালিয়ে  ৫০০০ মিটারের  ২ টি  চরঘেরা জাল ও ৬  টি নেট বেহুন্দী  জাল  জব্দ করা হয়।জব্দকৃত জাল  জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

পরিচালনায় অভি্যানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: কামাল উদ্দিন চৌধুরী ;  উপজেলা মৎস্য দপ্তর এর এনুমেরেটর রাসেল চন্দ্র দাস।