আজ রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২২শে পৌষ ১৪৩১

সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন এড. সিরাজদৌল্লাহ

মোঃ আয়ুব মিয়াজী, চট্টগ্রাম দক্ষিণ : | প্রকাশের সময় : বুধবার ১৯ অক্টোবর ২০২২ ০২:১২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট এস এম সিরাজদৌল্লাহ। গত ১১ অক্টোবর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত কমিটির অন্যরা হলেন পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক রতন কান্তি বড়ুয়া, দাতা সদস্য নুরুল আবসার, অভিভাবক সদস্য যথাক্রমে সেলিম উদ্দীন, আবদুল মোতালেব, আজাদ হোসেন টিপু, আবুল কালাম, মহিলা অভিভাবক সদস্য শামীমা আকতার, শিক্ষক প্রতিনিধি প্রণব কুমার বড়ুয়া, হুমায়ুন কবির ও মর্জিয়া আকতার। উল্লেখিত কমিটি প্রথম সভার তারিখ হতে আগামী ২ বছরের জন্য বলবৎ থাকবে।