আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

সাতকানিয়ায় দুই ইটভাটা গুড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৪:০০ পূর্বাহ্ন | কৃষি ও প্রকৃতি

সাতকানিয়ায় সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটা কার্যক্রম পরিচালনা করার অভিযোগে উপজেলার এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক ও তার ভাইয়ের মালিকানাধীন ২টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার এওচিয়া ইউনিয়নের চুড়ামনি এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, বিগত বেশ কয়েক বছর ধরে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা চুড়ামনি এলাকায় পাহাড়ের কোল ঘেষে, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের কোন ধরণের অনুমতি তোয়াক্কা না করে ছনখোলা চুড়ামনি এলাকার হাজী আলতাফ হোসেনের ছেলে এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের মালিকানাধীন কে.বি.এম এবং তার আপন ভাই হারুনুর রশিদের মালিকানাধীন এইচ.বি.এম ইট ভাটার কার্যক্রম অবৈধভাবে পরিচালনা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে আজ সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবম কুমার বিশ্বাসের নেতৃত্বে স্কেভেটর দিয়ে ইটভাটা ২টি গুড়িয়ে দেয়া হয়।  এ সময় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সজিব হোসেন, সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের টিম, সাতকানিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সুব্রত কুমার দাশের নেতৃত্বে পুলিশ টিম ও চট্টগ্রাম ফয়েজ লেকস্থ আনসার ব্যাটালিয়নের হাবিলদার আবদুর রশিদের নেতৃত্বে ২০সদস্যের একটি আনসার বাহিনী পরিচালিত অভিযানে সহায়তা করেন। এ ব্যাপারে অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক ও তার ভাই ইটভাটা নির্মাণ আইনের সবধরণের নিয়ম অমান্য করে ইটভাটা কার্যক্রম পরিচালনা করায় অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে।