আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

সাতকানিয়ায় দুর্গাপূজা উপলক্ষে কন্ট্রোল রুম চালু

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া : | প্রকাশের সময় : বুধবার ৯ অক্টোবর ২০২৪ ০৯:৪৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে এবং ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে  সাতকানিয়ায়।

গত বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এ লক্ষ্যে সাতকানিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

এছাড়া পূজামণ্ডপে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, সকল পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৮ জন ও কম ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৬ জন করে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। উপজেলা প্রশাসন নিয়মিত পূজামণ্ডপ পরিদর্শন করবে বলে জানান তিনি।

কন্ট্রোল রুমের নাম্বার সমূহ: উপজেলা প্রশাসন- ০১৭৩৩-৩৩৪৩৫৬, সেনাবাহিনী - ০১৮৯৩-০৭৪০৫৬, অফিসার ইনচার্জ- ০১৩২০-১০৭৭৮২, স্বাস্থ্যসেবা- ০১৭৩০-৩২৪৪৫৫, আনসার- ০১৮১৩-১৩৪৪৮৪, ফায়ার সার্ভিস- ০১৯০১-০২১৬০২, বিদ্যুৎ- ০১৭৫৫-৫৮৩০২৪ (পিডিবি), ০১৭৬৯-৪০০১০৫ (পল্লী)।