আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

সর্ববৃহৎ পরিসরে যাত্রা করলো কক্সবাজার কনভেনশন হল

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : শুক্রবার ১ জুলাই ২০২২ ১২:০০:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

রামুর চেইন্দা এমিউজমেন্ট পার্ক সংলগ্ন এলাকায় যাত্রা করলো জেলার সর্ববৃহৎ কমিউনিটি ক্লাব ‘কক্সবাজার কনভেনশন হল।’ বৃহস্পতিবার (৩০ জুন) রাতে জমকালো আয়োজনের মাধ্যমে ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এ সময় র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুছ ভুট্টো, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, আট মহল্লা সমাজ কমিটির নির্বাহী সদস্য ক্রিড়াবিদ রতন দাশ, ঝিলংজা ইউপি সদস্য মো. শরীফ উদ্দিন, নাসির উদ্দিন, ক্লাব পরিচালনা পরিষদের চেয়ারম্যান লায়ন গিয়াস উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডাঃ মাওলানা ওমর সাঈদ, পরিচালক (অপারেশন) মোহাম্মদ শাহজাহান, পরিচালক (অর্থ) আমিনুল ইসলাম হাসান, ডিএমডি সালাহ উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পর্যটন নগরের এই প্রথম বড় পরিসরের অভিজাত ক্লাব কক্সবাজার কনভেনশন হল। এক লক্ষ স্কয়ার ফিটের ফ্রি স্পেসে নির্মিত এই ক্লাবে ছোট বড় যে কোন কনফারেন্স, বিয়ে, আকিকাসহ সব ধরণের অনুষ্ঠান করা যাবে।

পাশাপাশি ৫০ শতাংশ ডিসকাউন্টে ৩ স্টার মানের আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা ও ২০ শতাংশ ডিসকাউন্টে মিলবে ২৪ ঘন্টা রেস্তোরাঁ সার্ভিস। প্রয়োজনে: ০১৮৯১১৫৪২১০, ০১৮৯১১৫৪২১১।

কক্সবাজার কনভেনশন হলের ভেতরে বাইরে মুক্ত ও বিস্তৃত মনোরম পরিবেশ। চারিদিকে সবুজ প্রকৃতির আবহ। ঘুরাফেরায় মন ভরিয়ে তুলবে। ক্লাবটি কোলাহলমুক্ত এলাকায় হওয়ায় মিলবে বাড়তি বিনোদন।

পরিচালক (অর্থ) আমিনুল ইসলাম হাসান জানান, কক্সবাজার কনভেনশন হল আরেকটি স্বপ্নের যাত্রা। এটি কক্সবাজারবাসীর জন্য মাইলফলক। যেখানে ১০ হাজার স্কয়ার ফিটের মতো খাবারের জায়গা রয়েছে। অনায়াসে যে কোন অনুষ্ঠান করা যাবে। কক্সবাজারবাসীর অপূর্ণতা পূরণ করবে কক্সবাজার কনভেনশন হল।