সন্দ্বীপে নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে প্রশাসন। এ সময় পলিথিন বিক্রি ও মূল্য তালিকা না রাখার অপরাধে চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার সন্দ্বীপ পৌরসভা মার্কেটে সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সন্দ্বীপ থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
জানা যায়, দোকানে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এবং বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীদের বিরুদ্ধে ৪ মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৩২৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা রাখার নির্দেশনা দেওয়া হয়। জরিমানা হওয়া ব্যবসা প্রতিষ্ঠান হলো - হক ট্রেডার্স, এবি স্টোর, ইসমাইল স্টোর এবং ফয়ের স্টোর।
সহকারী কমিশনার ভূমি ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের কার্যক্রম পরিচালনা করা হবে। এবং জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।