আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে মগধরা ইউপির উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৪ জুলাই ২০২৪ ০৬:৪৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ  উপজেলার মগধরা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

বৃহস্পতিবার (৪ জুলাই ) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির, মগধরা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মুহাম্মদ শামীম উদ্দীন, মগধরা ইউপির ১ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, মগধরা ইউপি ৫ নং ওয়ার্ড মেম্বার উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ সারওয়ার শিমুল, ও মাস্টার আকতার হোসেন। 

 

 সন্দ্বীপ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও  রিটার্নিং অফিসার দেবাশীষ দাশ  বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,  গত (১৫ এপ্রিল ) মগধরা  ইউনিয়নের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেয়ায়  চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা  হয়। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই হবে ৫ জুলাই  , মনোনয়ন পত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সির্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ জুলাই, আপনি নিষ্পত্তি ৯ জুলাই,  প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই , প্রতীক বরাদ্দ হবে ১১ জুলাই  এবং আগামী ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে   এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সন্দ্বীপ উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় মগধরা ইউপির ৯ টি সাধারণ ওয়ার্ডের ভোটার সংখ্যা ২৯০৯৩, পুরুষ ১৫৩৪০ মহিলা ১৩৭৫৩, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১ টি, ভোট কক্ষের সংখ্যা ৭৯ টি ওয়ার্ড অনুযায়ী ১ নং ওয়ার্ডের ভোটার ৪৪০৪, পুরুষ ২৩১২ মহিলা ২০৯৪,২ নং ওয়ার্ডের ভোটার ৩১৩৯ পুরুষ ১৬৯৮ মহিলা ১৪৪১, ৩ নং ওয়ার্ডে ভোটার ৩৪৮০ পুরুষ ১৮৪৭ মহিলা ১৬৩৩,৪ নং ওয়ার্ডে ভোটার ২৪৬৩ পুরুষ ১২৭৯ মহিলা ১১৮৪, ৫ নং ওয়ার্ডে ভোটার ২৫৫৯ পুরুষ ১৩৫১ মহিলা ১২০৮,৬ নং ওয়ার্ডে ভোটার ২৬০৮ পুরুষ ১৩৫৯ মহিলা ১২৪৯, ৭ নং ওয়ার্ডে ভোটার  ২৭৪৬ পুরুষ ১৩৯৭ মহিলা ১৩৪৯,৮ নং ওয়ার্ডে ভোটার ৩৯০৫ পুরুষ  ২০৯০ মহিলা ১৮১৫ ৯ নং ওয়ার্ডে ভোটার ৩৭৮৭ পুরুষ ২০০৭ মহিলা ১৭৮০।