আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

সন্দ্বীপে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : শনিবার ১ জুন ২০২৪ ০৫:০৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ  উপজেলায় সারা দেশের মতো শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার ১ জুন সকাল ১০ টায়   উত্তর মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস। 

এ সময় উপস্থিত ছিলেন  ছিলেন উপজেলা  স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সৈয়দ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ নাজিম উদ্দিন, মগধরা ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মেহেরুন্নেসা, স্বাস্থ্য সহকারী মোঃ রাসেল, ফারহানা বেগম ও মোঃ ইউসুপ।

 

 দিনব্যাপী এ কর্মসূচিতে সন্দ্বীপ  উপজেলায় ১ স্হায়ী কেন্দ্র ও ৩৬০ টি অস্থায়ী কেন্দ্রে  ৬ থেকে ১১ মাস বয়সি শিশু নীল রঙের ৬ হাজার ৬৬৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি লাল রঙের শিশুকে ৫৪ হাজার ৫৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে  বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।