আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

সন্দ্বীপে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ৫ জুন ২০২৪ ০৫:৫২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

"করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" এই স্লোগানে সন্দ্বীপ  উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ।

 

এ উপলক্ষে ৫ জুন  বুধবার  সকাল সাড়ে দশটায় একটি র‌্যালি উপজেলা পরিষদের   হয়ে শহর প্রদক্ষিণ শেষে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে  আলোচনা সভার আয়োজন করা হয়।

 

 

সন্দ্বীপ  উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার  সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার আবদুল আলীম, সন্দ্বীপ থানা ওসি তদন্ত মোঃ জাকির হোসেন, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আজিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ রকি, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার,  অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা করা হয়।