আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩শে ভাদ্র ১৪৩১

সন্দ্বীপে বিশ্ব জনসংখ্যা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১১ জুলাই ২০২৪ ০৭:২৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যতার ভিত্তিতে টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলি'- প্রতিপাদ্যে নিয়ে সন্দ্বীপে  বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।বৃহস্পতিবার  (১১ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে র‍্যালি

 ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এর আগে  উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে  উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন 

 উপজেলা মেডিকেল অফিসার ( মা ও শিশু স্বাস্থ্য) ডাঃ শাওরীন ফেরদৌস আবেদীন, ডাঃ সমর কান্তি ও পরিবার কল্যাণ পরিদর্শিকা মাছুমা জাহান তৃপ্তি  পরিদর্শকদ  মোঃ মাঈনউদ্দীন, রেজাউল করিম,শিমুল মজুমদার সহ উপজেলার সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক গন,উপসহকারী মেডিকেল অফিসার,পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী সহ সকল পর্যায়ের কর্মচারী বৃন্দ।

 

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনায় মা ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন সেবা ও জনস্বার্থে অবদান রাখায় ৬টি ক্যাটাগরিতে ৬ জনকে  সনদপত্র প্রদান করেন ইউএনও উপজেলা চেয়ারম্যান।