আজ শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ই ফাল্গুন ১৪৩১

সন্দ্বীপে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১০:০৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্দ্বীপে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তরের সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।

 

এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন দিদার।

 

সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বসার জিএসের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, উত্তর জেলা বিএনপির  সদস্য আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন, মাহবুবুল আলম শিমুল, নাজিম কমিশনার, প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌরসভা ছাত্রদল, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।