আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ৬ নভেম্বর ২০২৪ ০৪:২২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

"স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ" এই প্রতিপাদ্যে নিয়ে সন্দ্বীপে   জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।

 

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার  (৬ নভেম্বর ) সকাল ১১ টায় সন্দ্বীপ  পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পৌরসভা মার্কেটে একটি শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার  একই স্থানে এসে শেষ হয়।

পরে পৌর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও  পৌরসভা প্রশাসক অংছিং মারমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্হানীয় সরকার মন্ত্রনায়ের উপ-সচিব নোমান হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক রিগ্যান চাকমা। উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলমের সঞ্চালনায় এতে আর বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার, পৌরসভার প্রকৌশলী রবিউল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সীতারাণী, পৌরসভা মার্কেট সভাপতি আকতার হোসেন,  এসময় পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ  দৈনিক সাঙ্গু প্রতিনিধি  ইলিয়াছ সুমন  প্রমুখ উপস্থিত ছিলেন। পরে হাত ধোয়া প্রদর্শনীতে অতিথিরা অংশগ্রহন করেন।