আজ শুক্রবার ৫ জুলাই ২০২৪, ২০শে আষাঢ় ১৪৩১

সন্দ্বীপে জাটকা ইলিশ উদ্ধার করতে গিয়ে কোস্ট গার্ডের ওপর হামলা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ৩ জুলাই ২০২৪ ১২:৪৯:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

সাগরে চলছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা , ২০ মে থেকে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত এ নিষেধাজ্ঞা চলবে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। নিষেধাজ্ঞা অমান্য জাটকা ইলিশ ধরার অভিযানে মঙ্গলবার সন্ধ্যা ৭ টা কোস্ট গার্ডের ৪ সদস্যদের একটি প্রতিনিধি উপজেলার পন্ডিতের হাটে  অভিযান পরিচালনা করে কয়েকজন মাছ ব্যবসায়ী থেকে  জাটকা ইলিশ জব্দ করে , এ সময় মাছ ব্যবসায়ী ও  জেলেরা কোস্টগাট থেকে মাছ নিয়ে নেন,  কোস্ট গাট আত্মরক্ষার জন্য লাঠি দিয়ে কয়েকজন কে ছত্র ভঙ্গ করার চেষ্টা করলে মাছ ব্যবসায়ী ও জেলেরা কোস্টগাটের উপর হামলা করে মাছ ছিনিয়ে নিলে পুরো বাজার জুড়ে  হট্টগোল শুরু হয়, এ সময় ক্রেতা বিক্রেতা অনেকে আতংকে বাজার ত্যগ করে, হট্টগোল ও হাতাহাতির এ পর্যায়ে  সংবাদ কর্মি  নুর মোস্তফা আলী হাসান কোস্ট গাটের  ৪ সদস্যকে বাজারের একটি ফার্মেসীতে নিয়ে যান, সন্দ্বীপ থানা থেকে  মাত্র ১৫শ মিটার দুরে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে  সন্দ্বীপ থানা থেকে এক প্লাটুন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  এর কিছুক্ষণ পর সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা ও উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল আলীম, শিক্ষা অফিসার খোরশেদ আলম  পন্ডিতের হাটে ঘটনাস্থলে পরিদর্শন  করে মাছ ব্যবসায়ী ও উপস্থিত বাজারের জনসাধারণের কথা শুনে তাজুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে থানায় নিয়ে জিজ্ঞাসা বাদ করে ছেড়ে দেন।