আজ বৃহস্পতিবার ৯ মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১

সন্দ্বীপ আসনে মনোনয়নপত্র জমা দেন শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ০৬:০২:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮০ চট্টগ্রাম ০৩ সন্দ্বীপ আসনে  ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এনপিপি মনোনীত প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে মনোনয়নপত্র জমা দেন।

 

মনোনয়নপত্র জমা দানকালে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার সোহরাওয়ার্দী আরাফাত খান, এনপিপি নেতা ড. জাহেদ খান, মোঃ কামাল পাশা, আবুল মনজুর লিমন, ডা. ফারহানা ইসরাত চৌধুরী, মোঃ নুর উদ্দিন, অ্যাডভোকেট মুহাম্মদ মোস্তফা, অ্যাডভোকেট সায়মা সুলতানা রীতা, অ্যাডভোকেট জিয়া উদ্দীন রাব্বি, ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, সাইফুর রহমান খান, শাখাওয়াত রহমান খান প্রমুখ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এনপিপি'র প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একটি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপ সংসদীয় আসনে এনপিপি'র মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩১ তম ব্যাচের সাবেক কৃতী ছাত্র অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর জন্ম সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নে।



সবচেয়ে জনপ্রিয়