আজ শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে ভূমিমন্ত্রী

ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন থামানো যাবেনা

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশের সময় : শনিবার ১০ ডিসেম্বর ২০২২ ০৬:৫০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন বিএনপি জামাত নৈরাজ্যের রাজনীতি শুরু করেছে, তারা শেখ হাসিনার উন্নয়ন চোখে দেখেনা, আওয়ামীলীগের ১৪ বছরের শাসনামলে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে যা দেখে বিদেশীরা আজ বাংলাদেশকে মডেল হিসেবে নিয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি, বঙ্গবন্ধু টানেল, অর্থনৈতিক জোন এসব শেখ হাসিনার আবদান। তিনি আরো বলেন মাঠ আওয়ামীলীগের দখলে থাকবে, বিএনপি মাঠ গরম করার স্বপ্ন দেখছে, তাদের শাসনামলে লুটপাট দুর্নীতি ছাড়া কিছুই হয়নি। আওয়ামীলীগ পেঁছনের দরজায় ক্ষমতায় আসেনি, আওয়ামীলীগকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ক্ষমতার চেয়ে মাঠে বেশি ছিলাম। যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা আজ ঐক্যবদ্ধ, ৭৫ এর ঘাতকেরা এখন আমাদের ভয় দেখায়, বাঙ্গালী জাতির ভাগ্যের পরিবর্তন একমাত্র আওয়ামীলীগই করতে পারে, এদেশে কোন ষড়যন্ত্রে কাজ হবে। যারা দেশকে ধ্বংশ করতে চাই কঠোরহস্তে তাদের দমন করা হবে। কেও আসুক আর না আসুক সংবিধানের আলোকে নির্বাচন হবে। শনিবার বিকালে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি। সাধারণ সম্পাদক এমএ মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ সাতকানিয়ার সাংসদ নজরুল ইসলাম এমপি, সাতকানিয়া আসনের সংসদ সদস্য ড. আবুরেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজির রহমান। বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোসলেম উদ্দিন মনসুর, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ। সম্মেলনে জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মনসুর অধ্যাপক এমএ মান্নান চৌধুরীকে পুনরায় সভাপতি ও জসিম উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।