আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

শৈত্যপ্রবাহের এ ধারা ১০ বছরে দেখেনি দিল্লি

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১১ জানুয়ারী ২০২৩ ১০:২৬:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

এ বছর শীত যেভাবে জেঁকে বসেছে, উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের জন্য তা কিছুটা ব্যতিক্রম। শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার দাপটে কাবু দিল্লী, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের একাংশ। 

২৩ বছরের মধ্যে এবার দিয়ে তৃতীয়বার তাপমাত্রা এভাবে কমলো। আর বছরের শুরুতে এত দীর্ঘ সময় ধরে শৈত্যপ্রবাহ গত ১০ বছরেও দেখা যায়নি বলে জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা। আজ থেকে কুয়াশা আর বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। 

এ বছর জানুয়ারির ৫ থেকে ৯ তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহের ফলে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াসে নামে। মঙ্গলবার ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ছিল ৫০ মিটারেরও কম। 

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রথম টানা ৫০ ঘণ্টা ঘন কুয়াশায় ছেয়ে থেকেছে দিল্লি। এরমধ্যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ১৪ জানুয়ারি থেকে তাপমাত্রা আরও কমতে পারে।