আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

শীতার্তদের পাশে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ১১:৫২:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

শীতের তীব্রতা বাড়ায় ছিন্নমূল মানুষকে রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।  সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগর ও নগরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায় তাদের।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন।  

জয়নুল আবেদীন বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে আমরা অসহায় মানুষ খুঁজে বের করে শীতবস্ত্র বিতরণ করছি। নগরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অন্য এলাকাগুলোতে বসবাসকারী অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষকেও শীতবস্ত্র বিতরণ করা হবে।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা নগরের বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়