চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (৩ জানুয়ারি) থেকে আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। শুরুর প্রথম দিনই এক বিদেশগামী যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি হলেন মোহাম্মদ আল সিফাত (২০)। এই তরুণ শারজাহগামী এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রী।
সোমবার রাত ৮টায় শাহ আমানত থেকে ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। করোনা পজিটিভ ওই যাত্রীকে বিকালেই নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম জেড এ শরীফ বলেন, ‘সোমবার দুপুরে চালু হয় আরটিপিসিআর ল্যাব। দুপুর ২টা থেকে শুরু হয় যাত্রীদের কোভিড পরীক্ষা। বিকাল ৫টায় তিন ঘণ্টার মধ্যে মোট ৭৭ যাত্রীর কোভিড পরীক্ষা করা হয়। এর মধ্যে মাত্র একজন যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বাকি ৭৬ জন যাত্রীর সবার নেগেটিভ এসেছে।’
তিনি বলেন, ‘মঙ্গলবার (৪ জানুয়ারি) সিফাতকে জেনারেল হাসপাতালে আরেক দফা পরীক্ষা করা হবে। পরীক্ষায় পজিটিভ এলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে আজ সোমবার সিফাত আর শারজাহ ফ্লাইটে উঠতে পারবেন না।’
এ চিকিৎসক আরও বলেন, ‘বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাবে মোট আটটি মেশিন আছে। প্রতিটি মেশিনে প্রতি আড়াই ঘণ্টায় ৯৬টি স্যাম্পল পরীক্ষা করা যায়। বিদেশগামী যাত্রীর তুলনায় আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষার সুযোগ পর্যাপ্ত আছে।’