আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : রবিবার ৯ ফেব্রুয়ারী ২০২৫ ০৭:৫৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় যাত্রিবাহী বাসের ধাক্কায় মো. সাকিব (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগাড়ার আমিরাবাদ রাজঘাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত সাকিব লোহাগাড়া সদর ইউনিয়ন দরবেশহাট সওদাগর পাড়া গ্রামের আব্দুল মন্নান সওদাগর প্রকাশ তেল মন্নানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের যাত্রিবাহী একটি বাস মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ছিঁটকে পড়েন সাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তিনি। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়।

 

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতাল থেকে লাশ নিহতের বাড়ি নিয়ে গেছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।