আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় নরমাল ডেলিভারীতে একসঙ্গে তিন সন্তান প্রসব

লোহাগাড়া অফিস : | প্রকাশের সময় : বুধবার ৬ নভেম্বর ২০২৪ ০২:১৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় সাউন্ড হেলথ হাসপাতালে নরমাল ডেলিভারিতে একই সঙ্গে তিন সন্তান প্রসব করলেন লাকী আক্তার (২৪)।

 

গতকাল মঙ্গলবার রাত ১১টার লোহাগাড়া বটতলি স্টেশনস্থ একটি বেসরকারি হাসপাতালে তিনটি ছেলে সন্তান প্রসব করেন ওই নারী।

 

জানা যায়, মহিলা ও গাইনী রোগের চিকিৎসক ডা: তাহমিনা সোতলান ডেজীর সার্বিক তত্ত্বাবধানে স্টাফ নার্সদের  যৌথ প্রচেষ্টায় নরমাল ডেলিভারির মাধ্যমে প্রসূতী লাকী আক্তার জন্ম দেন তিনজন নবজাতক শিশু।  তিন নবজাতক শিশু ও প্রসূতী মা সুস্থ আছেন বলে জানান চিকিৎসক।

 

সন্তান প্রসবকারী লাকী আক্তার বান্দরবানের লামা উপজেলার আজিজনগর গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী। এই দম্পতির ঘরে প্রথম বারের মতো ফুটফুটে তিন সন্তান জন্ম হয়।

 

প্রসূতীর স্বামী নাজিম উদ্দিন জানান, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে সকাল ১০টায় ডা: তাহমিনা সোলতানা ডেজির তত্বাবধানে লোহাগাড়া সদর সাউন্ড হেলথ হাসপাতালে ভর্তি হন। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে তার স্ত্রীর তিন সন্তানের জন্ম হয়।

 

তিনি আরো বলেন, আমরা আর্থিকভাবে দুর্বল। চিকিৎসককে আন্তরিকতায় নরমাল ডেলিভারি করতে সক্ষম হয়েছে। আমার একই সঙ্গে ৩ সন্তান জন্ম হওয়ায় খুবই খুশি ও আনন্দিত। আমার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সবাই খুশি।

 

গাইনী চিকিৎসক ডা: তাহমিনা সোলতানা ডেজি বলেন, নরমাল ডেলিভারি করাতে পেরে আমরাও খুশি। মা ও তিন নবজাতক সুস্থ আছেন। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হলে বাড়ি চলে যাবে।