আজ রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
২৬ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়ায় অবৈধ বালু মহালে অভিযান

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ০৬:৪৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে এবং বালু উত্তোলনের দুটি শ্যালো মেশিন নিষ্ক্রিয় করা হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পুটিবিলা সরই খাল ও চুনতি মোসকাইন্যা খালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া থানার এসআই রহুল আমিন ও চুনতি ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. ইদ্রিস। এদিকে, অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা বালু উত্তোলনের সারঞ্জম রেখে পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে কয়েকটি ইউনিয়ন অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে এবং ২ টি মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।