আজ বুধবার ৮ মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

লালখান বাজারে পাহাড় কেটে ঘর তুলতে গেলে পরিবেশের নোটিশ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ০৫:৪১:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

নগরীর খুলশী থানাধীন লালখান বাজার মতিঝর্ণাএলাকার ৭নং গলিতে পাহাড় কেটে ঘর তুলতে গেলে জাহিদুল ইসলাম (জাবেদ) নামের এক ব্যক্তিকে চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস পাহাড় কাটার অভিযোগে এনফোর্সমেন্ট মামলা করেন এবং পরিবেশ দপ্তরে হাজির হওয়ার নোটিশ দেন।

 

অভিযুক্ত  জাহিদুল ইসলাম (জাবেদ) 

মতিঝর্ণা এলাকার মৃত আব্দুল মোনাফ এর ছেলে। 

 

স্থানীয়রা জানান, মতিঝর্ণা এলাকায় দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলাম জাবেদ পাহাড় কাটছে। তিনি পাহাড় কেটে অনেকগুলো ঘর তৈরি করে একটি কলোনি করেছেন। সেই কলোনি থেকে প্রতিমাসে ১ লাখ টাকার মত ভাড়া তুলেন। পরিবেশ অধিদপ্তরও বিভিন্ন সময়ে তাকে পাহাড় কাটার নোটিশ দিয়েছিলেন। জাবেদকে একবার ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন পরিবেশ অধিদপ্তর। আজও পরিবেশ অধিদপ্তর এসে জাবেদকে নোটিশ করেছেন। 

 

জানা যায়, জাবেদ আজ সকালে পাহাড় কেটে ঘর তুলতে গেলে পার্শ্ববর্তীর অভিযোগে খুলশী থানা পুলিশ এসআই হেলাল  কাজ বন্ধ করে দেন।

 

পরিবেশ অধিদপ্তর থেকে জানা যায়, ২০২১ সালের আগস্ট মাসে  পাহাড় কাটার অপরাধে জাহিদুল ইসলামকে জরিমানা করা হয়।



সবচেয়ে জনপ্রিয়