রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যােগে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা কারিতাস কার্যলয়ে অনুষ্ঠিত হয়। ১৮সেপ্টেম্বর রবিবার সকাল ১০ ঘঠিকার সময় সিপিপি জাস্ট ইকোলজিক্যাল ট্রানজিশন এগো- ইকোলজি প্রোগ্ৰাম ইন দ্যা সি এইচ টির আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাংবাদিক আইয়ুব চৌধুরী, তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংথো মারমা, কার্বারী সুরেশ তনচংগ্যা, চিংখ্যং মৌজার হেডম্যান চথোয়াইনু মারমা সহ প্রকল্পের উপকারভোগীবৃন্দ। সভায় পাড়ার বেশ কয়েকটি সমস্যা সম্পর্কে উপস্থাপন করা হয়। একজন উপকার ভোগী গিলামুখ আমতলী পাড়ার সমস্যা উপস্থাপন করতে গিয়ে বলেন, পানীয় জলের সমস্যা। কারণ ঔ এলাকায় কোন ডিভ টিউবওয়েল নেই, সরকারি ভাবে নলকূপ স্থাপন করে পানি নিরসনের জন্য সভায় আহবান করেন। সকলে একমত পোষণ করেন ঔ এলাকায় সরকারি ভাবে নলকুপ স্থাপন করার জন্য।