আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় ৩৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল ৭৮ টি ভেড়া

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১২ জানুয়ারী ২০২২ ১১:৫৫:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম
রাঙ্গুনিয়ায় খামারিকে মিল্ক ক্রীম সেপারেশন মেশিন বিতরণ করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।

রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ৩৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে দুটি করে ভেড়া, শেড নির্মাণ সামগ্রী ও ৭ জন খামারীকে মিল্ক ক্রীম সেপারেশন মেশিন বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিম্পদ উন্নয়ন প্রকল্প ও প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় এসব সামগ্রী দেয়া হয়। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথি থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। পরে মৎস্য দপ্তর প্রাঙ্গনে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খাঁন , প্রানিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন হারুন অর রশিদ, ডাক্তার কল্পনা চাকমা, উপসহকারি প্রানিসম্পদ কর্মকর্তা মীর মো. আজমগীর, মো. ফজলুল কাদের প্রমুখ।