বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় দিনব্যাপী একাধিক অনুষ্ঠানের আয়োজন থাকলেও মহামারী করোনার কারণে এবার তা সংক্ষিপ্ত ভাবে পালিত হয়।
শুক্রবার (১৪ জানুয়ারী) সকালে উপজেলার এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার পৌর অডিটোরিয়ামে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যক্ষ কে,এম মুছা। ভাচ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক রুবায়েত রাশেদ ও সাংগঠনিক সম্পাদক আবুল ফজল'র যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য কামরুল ইসলাম চৌধুরী, মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের গর্ভনর আমিনুল হক বাবু, উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি এডভোকেট সেকান্দর হোসেন চৌধুরী প্রমুখ। পরে হোছনাবাদ ও বেতাগী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান দানু মিয়া ও শফিউল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।