আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ৬ নভেম্বর ২০২৪ ০৭:০২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়া উপজেলার খিলমোগল এলাকায় ইছামতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই বালু ব্যবসায়ীর নাম মো. আলমগীর। তিনি ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছিলেন। এসময় তার ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন অভিযানটি পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার খিলমোগল এলাকায় অবৈধ বালি উত্তোলনের সময় মো:আলমগীর নামে এক ব্যক্তির নিকট হতে ১টি ড্রেজার মেশিন জব্দ করেন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মতে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা) নগদ অর্থদন্ড প্রদান করে।  

 

জানা যায়, উপজেলার বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় অবৈধ বালি উত্তোলনের কারণে নদী তীরবর্তী দুই কুলের বাসিন্দাদের বাস্তুভিটা এবং রাস্তাঘাট, আবাদী জমি নদী ভাঙনের কবলে পড়েছে। এছাড়া বালি বহনকাজে নিয়োজিত ভারী যানবাহনের কারণে নষ্ট হচ্ছে রাস্তাঘাট। কিন্তু প্রভাবশালী মহল এই অবৈধ কাজে জড়িত থাকার কারণে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস করেন না। সম্প্রতি উত্তর রাঙ্গুনিয়ার ৫ ইউনিয়ন অধ্যুষিত ইছামতী নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধে ইছামতি নদী রক্ষা কমিটি নামে একটা সংগঠন আত্মপ্রকাশ করে। এই কমিটি প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে। অবৈধ বালি উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। 

 

ছবির ক্যাপশন: অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।