আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জানুয়ারী ২০২২ ০৬:১২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নবনির্বাচিত ১৩ ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত ১৫৪ জন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার ইউনুস তাদের শপথ বাক্য পাঠ করান।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১ টায় রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৮ ডিসেম্বর রাঙ্গুনিয়ায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাসান, নির্বাচন কর্মকর্তা মো, বায়েজীদ আলম, শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো, মাসুদ রানা, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগ নেতা আকতার হোসেন খান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রাজানগর ইউনিয়নে প্রকৌশলী শামসুল আলম তালুকদার, হোছনাবাদের মো. দানু মিয়া, পারুয়ার মো, একতেহার হোসেন, সরফভাটার শেখ ফরীদ উদ্দিন চৌধুরী, শিলকের মো, নজরুল ইসলাম তালুকদার, বেতাগীর মো. শফিউল আলম শফি, কোদালার আবদুল কাইয়ুম তালুকদার, পদুয়াতে বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর, কদমতলী-চন্দ্রঘোনার মো. ইদ্রিচ আজগর ও ইসলামপুরের মো. সিরাজ উদ্দিন চৌধুরী।