তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লালানগর ইউনিয়নের ৩’শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএনকে'র কর্মকর্তা ও উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। প্রধান অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। লালানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা শুধাংশু নাথ, লালানগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি চিকিৎসক মো. শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মঈন উদ্দিন, ইউপি সদস্য আবু তালেব, মো. আমজাদ প্রমুখ।