আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ার আলোচিত জিল্লুর ভান্ডারী হত্যা মামলার রায় কাল

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৬ জানুয়ারী ২০২২ ১২:৪০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাত বছর আগে আলোচিত জিল্লুর ভান্ডারী হত্যা মামলার রায় আগামীকাল। এর আগে ১১ই জানুয়ারি রায় ঘোষনার দিন ছিল। এদিন রায় প্রস্তুত না হওয়ায় চট্টগ্রাম প্রথম অতিরিক্ত জেরা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম রায়ের নতুন দিন ২৭ তারিখ নির্ধারণ করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি (এপিপি) লোকমান হোসেন চৌধুরী জানান, মামলার রায় আগামীকাল ২৭জানুয়ারী ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে। এদিকে জিল্লুর ভান্ডারির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নিহতের স্বজন। ইতিমধ্যে আলাদত ভবনের সামনে প্লেকার্ড হাতে নিহতের এগার বছর বয়সী শিশু পুত্র মিনহাজুর রহমান পিতার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

জানা যায়, ২০১৫ সালের ২১জানুয়ারী রাতে রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের কাছে জিল্লুর রহমান ওরপে জিল্লুর ভান্ডারীকে মারধরের পর গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আজিম উদ্দিন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা দায়ের করেন। পরে ২০১৬সালের ৯ অক্টোবর ১৩জনকে আসামী করে আদালতে অভিযোগ পত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ -সিআইডি। ২০১৯সালের ২৮ মে ১৩ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার অভিযোগ পত্রে মোট ২৫জনের সাক্ষ্য নেওয়া হয়। এ মামলার পলাতক আসামী রমিজ উদ্দিন ওপরে রঞ্জুকে গত ২ জানুয়ারি পটিয়া জেলার চট্টগ্রাম- কক্সবাজার বাইপাস সড়ক থেকে গ্রেপ্তার করে র্যাব। আসামীদের মধ্যে রন্জু, শহীদুল ইসলাম খোকন ও জাহাঙ্গীর কারাগারে আছেন। বাকীদের মধ্যে ইসমাইল, জসিম, কামাল, আবু, তোতাইয়া, নাছির ও সুমন পলাতক এবং আজিম, নাজিম ও শাহাব উদ্দিন জামিনে আছেন।