আজ রবিবার ৩০ জুন ২০২৪, ১৬ই আষাঢ় ১৪৩১

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ ০৯:৪৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৮ মে মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এনায়েত হোসেন নয়ন পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন পদটি শুন্য ঘোষণা করেছেন।

এদিকে নির্বাচনের তফশীল ঘোষণার পরপরই নড়েছড়ে বসেছেন সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থীরা। সম্ভাব প্রার্থীদের মধ্যে রয়েছেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেন সহ আরো কয়েকজন।

মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৫ জুলাই যাচাই-বাচাই। ৬ থেকে ৮ জুলাই মনোনয়পত্র বাচাইয়ে রিটানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের। ৯ জুলাই আপিল নিস্পত্তি ও প্রার্থীতা প্রত্যাহার। ১১ জুলাই প্রতীক বরাদ্দ ও ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।