মিরসরাইয়ে ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫নং সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচনে ৮প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে লটারির মাধ্যমে ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান গিয়াস উদ্দিন জসিমকে চশমা ও মোহাম্মদ শোয়াইবকে আনারস প্রতীক এবং মো. জামাল উদ্দিন পান মোটরসাইকেল প্রতীক। ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫ নং সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. দেলোয়ার হোসেন তালা প্রতীক, ফরহাদ হোসেন টিউবওয়েল প্রতীক, মো. রিয়াজুল হক ক্রিকেট ব্যাট, মো. শাখাওয়াত হোসাইন ফুটবল প্রতীক ও মো. হাছান বৈদ্যুতিক পাখা প্রতীক বরাদ্দ পান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৩ প্রার্থী ও খৈয়াছড়া ইউনিয়নের ৫ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে আজকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।
করেরহাট ইউনিয়নে মোট ভোটার ৩০ হাজার ৬৪ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ৭২ জন, মহিলা ভোটার ১৩ হাজার ৯৯১ জন, হিজড়া ভোটার ১ জন। খৈয়াছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫৫১ জন। পুরুষ ভোটার ১ হাজার ৮৪০ জন, মহিলা ভোটার ১ হাজার ৭১১ জন। আগামী ২৭ জুলাই শনিবার ইভিএম এর মাধ্যমে ইউনিয়ন দু’টিতে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত : উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন গত ৮ মে অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করায় চেয়ারম্যান পদ শুন্য ঘোষণা করা হয়েছে। এছাড়া ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় ৫নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদ শুন্য হয়।