মিরসরাই সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার উদ্যোগে ৫০ জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ক্লাব প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরও সংবর্ধনা দেওয়া হয়।
জাগ্রত প্রতিভা ১১ তম মেধাবৃত্তি পরীক্ষায় মিরসরাই, ফটিকছড়ি ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, কিন্ডারগার্টেনের ২য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় ১ হাজার ৬’শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সভাপতি শফিউল আজমের সভাপতিত্বে ও এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মর্তুজার উপস্থাপনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি। এসময় ক্লাবের উপদেষ্টা পরিষদ, উচ্চ পরিষদ ও কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে গুলশান আরা ফাউন্ডেশনের সৌজন্যে ক্রেস্ট, সনদপত্র, ব্যাগ ও প্রাইজবন্ড তুলে দেন অতিথিবৃন্দ।