আজ রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

মিরসরাইয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাইঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ ০২:৩৪:০০ পূর্বাহ্ন | জাতীয়
মিরসরাইয়ে শহীদুল ইসলাম (২৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।  সে হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নূর ইসলামের পুত্র। সোমবার রাত ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 
জানা গেছে, সোমবার সন্ধ্যায় বারইয়ারহাট বাজারে আসার সময় চিনকিরহাট এলাকায় দূর্বৃত্তরা আকাশকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ৯টায় তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকাশ মারা গিয়েছে শুনেছি। তবে কারা হামলা করেছে তার বলতে পারবো না।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন বলেন, সন্ধ্যায় আকাশের উপর কে বা কারা হামলা করেছে শুনেছি। কিছুক্ষণ আগে জানতে পারি সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে। তবে বিস্তারিত এখনো বলা যাচ্ছে না।