‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মিরসরাই উপজেলার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিনদিনব্যাপী আয়োজন শুরু হয় ১৩ জানুয়ারি। উৎসবকে ঘিরে বর্ণিল আয়োজনে সাজে শিক্ষাঙ্গন। নানা আয়োজন নিয়ে শিক্ষার্থীরা সাজান শ্রেনীভিত্তিক স্টল। স্টলে ঠাঁই পায় শীতের পিঠা, নকশী পিঠা, রস ও উপস্থিত খোলার পিঠা, দই ফুচকা, ঝাল নাস্তা, হরেকরকম ফুল গাছ ও ছোট ছোট নানা উদ্ভাবন প্রদর্শনী। এছাড়া বিদ্যালয়ের বিগত সময়ের নানা কৃতিত্বপূর্ণ অবদানের জন্য যেসব অর্জন রয়েছে সেগুলোরও প্রদর্শনী করা হয়। উৎসবের দ্বিতীয় দিনে উৎসব আয়োজন পরিদর্শন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, মিরসরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মোমিন উদ্দিন, জিয়া উদ্দিন।
মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, তারুণ্য দীপ্ত চোখ হোক বাংলাদেশের প্রতিটি তরুণের অন্তর ও বিবেক। তরুণরাই আগামীতে দেশের হাল ধরবে। যেখানে থাকবে না কোন বৈষম্য। থাকবে না দমন-পীড়নের কোনো রাজনীতি। দেশ হবে জনগণের। আইন, বিচার ও শাসন বিভাগ হবে ন্যায়নিষ্ঠ। প্রতিষ্ঠিত হবে সার্বজনীন মানবাধিকার। একটি আদর্শিক এবং পরিকল্পিত বাংলাদেশই হোক আমাদের নতুন বাংলাদেশ। দেশের ৬ কোটি তরুণের ১২ কোটি হাতের কোমলস্পর্শে গড়ে উঠুক শান্তি-সম্প্রীতির নতুন বাংলাদেশ।
এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমিকে চ্যাম্পিয়ন হয় মারুফ মডেল উচ্চ বিদ্যালয় দল। তারুণ্য উৎসবের সমাপনী দিন বুধবার মিরসরাই উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল হিসেবে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে.এম সাঈদ মাহমুদসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।