আজ সোমবার ১ জুলাই ২০২৪, ১৬ই আষাঢ় ১৪৩১

মিরসরাইয়ে বিদ্যুৎপৃষ্টে নিহত রাসেলের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শুক্রবার ২৮ জুন ২০২৪ ১১:৩৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত দোকান কর্মচারী মো. রাসেলের পরিবারকে এক লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে তাঁর মা-বাবার হাতে নগদ অর্থ তুলে দেন জমজম সুইটস এন্ড বেকস এর চেয়ারম্যান আবুল খায়ের সেলিম। 

গত ১৫ জুন মিরসরাই পৌর সদরে অবস্থিত জমজম সুইটস এর শো রুমে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় রাসেল। সে মিরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকার বেলাল ড্রাইভার বাড়ির মো. বেলাল মিয়ার ছেলে।

ক্ষতিপূরণ প্রদানকালে উপস্থিত ছিলেন কক্সবাজার টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার (এপিবিএম-১৬) মাঈন উদ্দিন চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সোহেল, মিরসরাই পৌর বাজারের ব্যবসায়ী কবির হোসেন, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন ও রাসেলের বাবা বেলাল মিয়া।