আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ৮ জুলাই ২০২৪ ০৮:২৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কামাল উদ্দিনের পরিবারকে সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মিরসরাইয়ের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল। দুই বছর আইনি লড়াইয়ের পর নিহত কামাল উদ্দিনের দুই মেয়ে, স্ত্রী ও পিতা মাতার হাতে মোট ৬৫ লাখ টাকার চেক তুলে দেন সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির নেতৃবৃন্দ। 

এসময় উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল আনোয়ার, সদস্য সচিব সাইফুল, উপদেষ্ঠা গিয়াস উদ্দিন, মিরসরাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির পৃষ্ঠপোষক সিরাজুল ইসলাম, মোশাররফ হোসেন রিপন, আবদুল মন্নান, জাফর আহম্মদ, গিয়াস উদ্দিন দুলু, সাইফুল ইসলাম, আবদুল আজিজ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাহবুব উর রহমান রুহেল বলেন, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতে অনেক সমাজসেবামূলক কাজ করে আসছে। ইতিমধ্যে তারা সংযুক্ত আরব আমিরাত মারা যাওয়া অর্ধশতাধিক বাংলাদেশির লাশ দেশে পাঠিয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত কামাল উদ্দিনের পক্ষ আইনি সহায়তা লড়ে ক্ষতিপূরণ আদায় করেছে যা প্রশংসার দাবী রাখে।