মিরসরাইয়ে বর্তমান জরুরী পরিস্থিতিতে জিও এনজিও করণীয় নির্ধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ে কর্তব্যরত লেফট্যানেন্ট কর্নেল আল মামুন।
বুধবার (১৪ আগষ্ট) সকালে মিরসরাই কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। এনজিও সংস্থা অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মেজর আমিনসহ উপজেলার বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তারা। এসময় মোহাম্মদ আলমগীরকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার সকল উপাসনালয়ের নাম ঠিকানা গুগুল ম্যাপ সহ জমা দেয়ার নিদের্শ দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর লেফট্যানেন্ট কর্নেল আল মামুন বলেন, গুজব প্রতিরোধে আমাদের সর্তক থাকতে হবে। মিরসরাইয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পর্যটন কেন্দ্রগুলো সচল করতে আমরা কাজ করছি। ত্রিপুরা ও জেলেবাসীকে সজাগ রাখতে তাদের সেল নম্বর একত্র করতে এনজিও সংস্থার নেতৃবৃন্দকে আহবান জানান তিনি।