আজ শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ই আষাঢ় ১৪৩১
চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্ট

মিরসরাইয়ে চ্যাম্পিয়ন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ২৬ জুন ২০২৪ ০৮:৩৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্ট (বালক) ২০২৪ ফাইনালে মিরসরাই উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়। বুধবার (২৬ জুন) বিকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে মারুফ মডেল উচ্চ বিদ্যালয় ২-১ গোলে করেরহাট কামিনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেন। 

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্ণামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম খোকন। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল্লাহ দিদার, করেরহাট কামিনী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য এর আগে ২০২৩ সালে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতি-মিরসরাই কর্তৃক আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্ট (জোনাল ফুটবল) উপজেলায় চ্যাম্পিয়ন হয় মারুফ মডেল উচ্চ বিদ্যালয়।