আজ বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৮শে কার্তিক ১৪৩১

মিরসরাইয়ে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪ ০৯:৩০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মিরসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে মামলায় আসামি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মঈন উদ্দিন বাদী হয়ে মামলাটি (নম্বর-৫) দায়ের করেন।

মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান আসামি করা হয়। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জসিম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ২৮ অক্টোবর বেগম খালেদা জিয়ার গাড়ি বহর নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন যাওয়ার পথে বিকাল ৫টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে হামলা ও ভাংচুর করে। এসময় খালেদা জিয়াকে স্বাগত জানতে উপস্থিত হওয়া বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর বিকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মোহাম্মদ মাঈন উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পল্টন থানার হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তাঁকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।