আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

মিরসরাইয়ে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শুক্রবার ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ০৪:১৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে ৫’শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তরুণ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রওশন জামাল সিদ্দিকী মাহির ব্যক্তিগত উদ্যোগে পূর্ব দুর্গাপুর গ্রামের চাঁন মিয়া হাজি বাড়িতে ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

ইঞ্জিনিয়ার রওশন জামাল সিদ্দিকী মাহি বলেন, আমি করোনাকালীন সময় এবং বিগত ৫ বছর ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী দিয়েছি। এবছর ৮নং দুর্গাপুর ইউনিয়নে প্রায় ১২ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবো। প্রথম ধাপে শুক্রবার ৫’শ শতাধিক পরিবারে বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, চিনি, তেল, সেমাই, পেঁয়াজ, আলু, চিড়া। আজীবন নিজেকে সমাজ সেবায় নিয়োজিত রাখতে চান বলে জানান তিনি।