আজ শনিবার ২৯ জুন ২০২৪, ১৪ই আষাঢ় ১৪৩১
নগদ ৭ লাখ টাকা সহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মিরসরাইয়ে আগুনে পুড়ে ৩টি ঘর ছাই

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জুন ২০২৪ ০৯:৫১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় নগদ ৭ লাখ টাকা সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকীরহাট এলাকার বড় মাঝি বাড়িতে এ ঘটনা ঘটেছে। এসময় জাহাঙ্গীর ছাড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর দুই ভাই আনোয়ার হোসেন ও নুরুল আলমের ঘরও। 

বারইয়ারহাট পৌর বাজারের ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তাঁরা ঘটনাস্থলে পৌছানোর পূর্বে পুড়ে মাটিতে মিশে গেছে। ঘরে গচ্ছিত দোকানের মালামাল কেনার টাকা, সমিতির টাকা ও একদিন আগে ধার নেওয়া ১ লাখ নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখন আমার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।

বারইয়ারহাট ফায়ার ষ্টেশন সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে হিঙ্গুলী এলাকায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। আশপাশের আরো অনেক ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে। জাহাঙ্গীর আলমের বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নগদ টাকা পুড়ে যাওয়ার বিষয়টি তদন্তাধীন রয়েছে।