আজ রবিবার ৩০ জুন ২০২৪, ১৬ই আষাঢ় ১৪৩১

মগধরা ইউপি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৭ জুলাই

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ ০৯:৪০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ  উপজেলার ১৭ নং মগধরা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে  উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৭ জুন বৃহস্পতিবার  এই তফসিল ঘোষণা করা হয়। গতকাল নির্বাচন কমিশন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল চট্টগ্রাম বিভাগের মোট ২২ টি ইউনিয়ন পরিষদের সাথে মগধরা ইউপির উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ জুলাই  মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন,  মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই,  

মনোনয়ন পত্র বাচাইয়ের রির্টানিং অফিসারের সির্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ জুলাই, আপনি নিষ্পত্তি ৯ জুলাই, 

 প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই, ভোট গ্রহন ২৭ জুলাই। 

 

 উল্লেখ্য গত ১৫ এপ্রিল মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে প্রতিদন্ধিতা করার জন্য পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।