আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

ভূজপুর পাবলিক হাই স্কুলে বই উৎসব, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৮ জানুয়ারী ২০২২ ০৬:০৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে ভূজপুর পাবলিক হাই স্কুলে বই বিতরণ, শিক্ষার গুনগত মান বিষয়ক কর্মশালা,অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৮ জানুয়ারী (শনিবার) সকালে স্কুল মিলনায়তনে বই বিতরণ, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্মার্ট ফ্যশনওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোয়াইব উল্লাহ। প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধন করেন হাটহাজারী গালর্স হাই স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক মোহাম্মদ মহিব উল্লাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও জমি দাতা  সুমন বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন, এম রহমত উল্লাহ নিট গার্মেন্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরোয়ার উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড.কাজি আমজাদ হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ রফিক উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শফিউল আলম নুরী, ভূজপুর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রাজনীতিবিদ মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর টিপু, মোহাম্মদ রেজাউল ইসলাম নয়ন,সমাজসেবক মোহাম্মদ নেজাম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নুরুল ইসলাম তালুকদার, মাহবুবুল আলম আজাদ, ছাত্রলীগ নেতা আনছারুল ইসলাম, ইলিয়াছ রাজু,শাহজাহান সিরাজ মানিক প্রমূখ। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও এহইয়াইসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ শাহজাহান ইসলামাবাদী, কুয়েত নাগরিক শায়খ আহমদ হাসান আল গাল্লাফ।

এসময় অতিথিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন অতিথিরা।