দেশব্যাপী দেশ বিরোধী বিএনপির নৈরাজ্য, তান্ডব, অপতৎপরতা, অগ্নিসংযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফটিকছড়ি পাইন্দং শেখ রাসেল স্মৃতি সংসদ। ৩রা সেপ্টেম্বর(শনিবার) বিকালে পেলাগাজি দীঘির মোড় এ সমাবেশ করে শেখ রাসেল স্মৃতি সংসদের নেতাকর্মীরা। এর পাইন্দং ইউনিয়নের বিভিন্ন সড়ক, বৃন্দাবনহাট বাজার, চামারদিঘী মোড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ করে পুনরায় পেলাগাজি দীঘির মোড়ে এসে এস হয়। এসময় বক্তারা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে দেশ বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। তারা বলেন, দেশে বিএনপির নৈরাজ্য, দেশ বিরোধী কর্মকান্ড মেনে নেয়া হবেনা। কোন অরাজগতা সৃষ্টি করলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা ও পাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফিউল আজম বাহাদুর, পাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শোয়াইব সিকদার যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ সিকদার, শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা সাহেদ, সাকিব চৌধুরী, রাসেদ চৌধুরী, রাসেল, আজিজ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষনা সম্পাদক আব্বাস উদ্দিন, যুবলীগ নেতা মফিজ রেজা, সুমিত বড়ুয়া, মাসুদুর রহমান বাবলু, আমিনুল ইসলাম বুলবুল, পারভেজ বিন জাবেদ, জামাল উদ্দিন, কিলটন বড়ুয়া, মোঃ সুজন, মোঃ রুবেল, মইন উদ্দিন, কাউছার, সাব্বির পাইন্দং ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ আরমান, শিবলু, সাজ্জাদ, ইহান, আল আমিন, মন্জু, মারুফ সিকদার, পলাশ সিকদার, রায়হান, মারুপ, নিয়াজ, জাবেদ, ইমন, এমদাদ, মিশাল, সাজিদ, রিদয়, শাকিল, রায়হান, রহমত, সাকিব, ফয়সাল, আরফাত, রাকিব, জয়নালসহ শতশত নেতাকর্মী।