বান্দরবানের লামার রূপসী পাড়ায় শ্বশুর বাড়ীতে জামাইকে গুলি করে হত্যা করেছে শসস্ত্র সন্ত্রাসীরা।
নিহতের নাম মংক্যচিং মার্মা (৩৫)। সে রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালীয়া এলাকার বাসিন্দা সক্রিয় জেএসএস সদস্য বলে জানা গেছে।
সোমবার (৩জানুয়ারী) রাত ১টার সময় লামা উপজেলার রুপসীপাড়ার ইউনিয়নের অংহ্লা পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মংক্যচিং রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়া থেকে বান্দরবানের লামার রুপসী পাড়ার ৩নং ওয়ার্ড অংহ্লা পাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। রাত সাড়ে ১২টার সময় ৬ জন অস্ত্রধারী উপজাতি সন্ত্রাসীরা বাড়ীটি ঘিরে ফেলে। পরে তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও বেড়াতে আসা বাড়ির জামাইকে গুলি করে হত্যা করে। এসময় সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে বলেও জানায় স্থানীয়রা। তবে রাজনৈতিক কারণে মগ লিবারেশন পার্টির সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে বলে জানান পরিবারের সদস্যরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ ও স্থানীয়রা। এ ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, রাতে একজনকে গুলি করে হত্যার ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছেনা। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।